প্রায় দেড় ঘণ্টা পর সচল হলো ফেসবুক-ইন্সটাগ্রাম

| মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ১০:৫৫ অপরাহ্ণ

সচল হলো ফেসবুক, ইন্সটাগ্রাম ও মেসেঞ্জার। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০ টা ২২ মিনিটে সচল হয় এই সামাজিক যোগাযোগমাধ্যম।

এর আগে রাত ৯টার পর থেকে ফেসবুকে লগ–ইন করা যাচ্ছিলো না।

হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে পড়ে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলেও তা সম্ভব হচ্ছিল না।

অনেকেই নিজের আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন।

পরে মেটার প্রধান মার্ক জাকারবার্গ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘চিল, কয়েক মিনিট অপেক্ষা করুন, সবকিছু ঠিক হয়ে যাবে।’

পূর্ববর্তী নিবন্ধহঠাৎ করেই বন্ধ ফেসবুক, সার্ভার ডাউন
পরবর্তী নিবন্ধতদন্তে পুলিশ ও চকবাজার থানায় মামলা