জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের শাশুড়ির ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৯:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি ও জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের শাশুড়ি নগরীর বাকলিয়া নিবাসী ছবরুন্নেসা বেগম আর নেই। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি নগরীর অ্যাপেলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি চার পুত্র ও চার কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল সোমবার বাদ এশা নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে মরহুমার লাশ গরীবুল্লাহ শাহ (.) মাজার প্রাঙ্গণস্থ কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় জনপ্রতিনিধি, ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধসুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের গোলটেবিল বৈঠক
পরবর্তী নিবন্ধএসোসিয়েশন অব এলায়েন্স ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট কনভেনশন