ফটিকছড়িতে ঘর থেকে ডেকে নিয়ে মারধরে আহত মো. সাদ্দাম (৩৫) নামে এক যুবক ৪ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার অভিযোগ উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি রাতে উপজেলার কাঞ্চন নগর ইউপির মানিকপুর গ্রামে মারধরের এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে সাড়ে ৪ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যায়।
নিহত যুবক একই ইউপির ৮নং ওয়ার্ডস্থ মানিকপুর গ্রামের মনু তালুকদার বাড়ির সিরাজুল ইসলামের মেঝ ছেলে। এ ঘটনায় নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে গত ৩ মার্চ ফটিকছড়ি থানায় মামলা দায়ের করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় নিহত সাদ্দামকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা ডেকে নিয়ে যায়। ২৮ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে তার চিৎকার শোনে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় তাকে কে বা কারা মেরে ফেলে রেখেছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন, মারধরের ঘটনায় ৩ মার্চ থানায় মামলা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় যুবক সাদ্দাম মারা গেছে। লাশের ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি। ওসি বলেন, নিহত যুবকের বিরুদ্ধের ধর্ষণসহ মোট ৫টি মামলা বিচারাধীন অবস্থায় আছে।












