সলিমপুর ফকিরহাটস্থ নূর মোহাম্মদ বাড়ি একতা সংঘ ক্লাব আয়োজিত ৩য় বারের মতো এনপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ৩ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় গেইম চ্যালেঞ্জারর্স এবং নাইটওয়ারিয়র্স। এতে চ্যাম্পিয়ন হয় নাইটওয়ারিয়র্স। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন সায়েম। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার লায়ন মো. মামুন, রৌশন আরা বেগম, মো. মোমিন উদ্দিন ও মো. সরোয়ার। প্রেস বিজ্ঞপ্তি।








