গ্রুপ থিয়েটার উৎসবে মঞ্চস্থ ‘অতঃপর’

| মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে ২২ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ১৩ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসবের ১০ম দিন গতকাল ৪ মার্চ মিলনায়তনে মঞ্চস্থ হয় তির্যক নাট্য গোষ্ঠীর নাটক ‘অতঃপর’। ‘অতঃপর’ নাটকের পাণ্ডুলিপি তৈরি ও নাট্যনির্মাণ করেছেন ইরশাদ উল্লাহ সাঈদ হিরো। নাটকে দেখানো হয়,অস্থিরতা ছাপিয়ে বিস্ময়কর যাপিত জীবন। পরিবর্তনশীল জীবনে ভাল থাকার প্রাণান্তকর লড়াই। প্রতিরোধহীনতা আর ক্ষীণ প্রতিক্রিয়াও প্রতিরোধ শূন্য হয়ে বিচ্ছিন্নতা চূড়ান্ত হলেও এগিয়ে চলে জীবন। বিচ্ছিন্নঅবিচ্ছিন্ন জীবনে দৈন্য আর অভাব নিত্যদিনের বাজারে হানা দিলেও চলে নিরন্তর যুদ্ধ সংগ্রাম। অতঃপর, শুধু অন্তর্জালে প্রকাশিত হয় ক্যাজ্যুয়াল, ধ্রুব, সত্য অতি সত্য নিরাসক্ত বয়ান। নাটকটিতে অভিনয়ে অংশ নেন মুশফেকুর রহমান লিটন, রাবেয়া বসরী নায়লা, রুদ্র তালুকদার, নিপা দাস মুনমুন, ইসমাইল হোসাইন তানজীর, পুর্না মুৎসু্‌দ্দী, নওশেদ বিন হোসাইন, ইমন, বিজয় ও কাইফি খান। এর আগে নাট্যকর্মী গৌতম চৌধুরীর সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চের অনুষ্ঠানে সন্ধ্যে সোয়া ৬টায় মুক্তনাটক আদাবপরিবেশন করে মঞ্চমুকুট নাট্য গোষ্ঠী। দলীয় সঙ্গীত পরিবেশন করে স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম। আর দলীয় নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট। গত ৫ মার্চ২৪ সন্ধ্যে সোয়া ৭টায় মিলনায়তনে নাটক ‘নোরা কই যায়’ পরিবেশন করবে ‘প্রসেনিয়াম’। আর সন্ধ্যে সোয়া ৬টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে মুক্তনাটক ‘ব্যঙ ও মানুষ’ পরিবেশন করবে ‘গণায়ন নাট্য সমপ্রদায়’। দলীয় নৃত্য পরিবেশন করবে ‘প্রাপন একাডেমি’। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিয়েবিচ্ছেদ নিয়ে নীরবতা ভেঙে যা বললেন জয়া
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড উপজেলার শুভসূচনা