বরিশালের অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী প্রবর্তিত ‘গিয়াস মিলন নাট্যপদক ২০২৩’ প্রদান করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বরিশাল শব্দাবলী স্টুডিও থিয়েটার মিলনায়তনে এ পদক প্রদান করা হয়। এবছর পদকপ্রাপ্ত নাট্যজন হলেন চট্টগ্রামের অন্যতম নাট্যসংগঠন অরিন্দম নাট্য সমপ্রদায়ের সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। শব্দাবলীর সভাপতি মো: ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত ছড়াকার,লেখক তপংকর চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শব্দাবলীর অন্যতম সংগঠক নাট্য ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বরিশাল শাখার সভাপতি কাজল ঘোষ, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি অধ্যাপক ইমানুল হাকিম বাচ্চা, বরিশালের অন্যতম সাংস্কৃতিক সংগঠক নজরুল ইসলাম চুন্নু, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাসুদেব ঘোষ, বরিশাল নাটকের সাধারণ সম্পাদক পার্থ সারথী বিশ্বাস প্রমুখ। নাট্যকার অনিমেশ সাহা লিটুর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শব্দাবলীর সাধারণ সম্পাদক মেহেদী সজল।











