আম্বানি পুত্রের প্রাক-বিবাহেই খরচ হাজার কোটি টাকা!

| মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

শুধুমাত্র নিজ দেশেই নয়, বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায়ও আছেন ভারতীয় ধনকুবের ও ব্যবসায়ী মুকেশ আম্বানি। সেই আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়েটি রাজকীয় করার সব আয়োজন করছেন এই ধনকুবের। তিন দিনের প্রাকবিবাহের আয়োজনেই খরচ হয়েছে এক হাজার কোটি টাকারও বেশি। ছেলের প্রাকবিবাহ আয়োজনে কোনো কার্পণ্য দূরে থাক, কি রাখেননি মুকেশ আম্বানি! বলিউডের তারকা থেকে শুরু করে বিল গেটস এবং জাকারবার্গের মত বিশ্ব ব্যক্তিত্ব সকলেই অংশ নিয়েছেন এই আয়োজনে। বিশাল এই ইভেন্টের খরচই প্রায় ১০০ মিলিয়ন ডলার। মূল বিয়ের খরচতো এখনও শুরুই হয়নি।

গুজরাতের জামনগরে বসেছিল অনন্তরাধিকার প্রাকবিবাহের আসর। জামনগরের সঙ্গে আম্বানি পরিবারের সম্পর্ক বহু পুরনো। জামনগর বিমানবন্দরে প্রতিদিন কম সংখ্যায় বিমান অবতরণ করে। কিন্তু প্রাক বিবাহ অনুষ্ঠান উপলক্ষ্যে এই ক’দিন প্রায় ৫০টি বিমান ওঠানামা করেছে। এর মধ্যে আন্তর্জাতিক বিমানও ছিল। প্রাকবিবাহ আয়োজনে পারফর্ম করতে মার্কিন পপতারকা রিয়ানা একাই পারিশ্রমিক হিসেবে নিয়েছেন প্রায় ১০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১৫ কোটি টাকার সমান। বলিউড তারকাদের পেছনেও ব্যয়টা কম হয়নি তার। যদিও কে কত টাকা নিয়েছেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে এটা ঠিক যে, আম্বানি মুড়ি মুড়কির মতো যেমন টাকা উড়িয়েছেন, তেমনি পুরো বলিউডকেও নাচিয়েছেন। জামনগরে আয়োজিত এই গ্র্যান্ড প্রিওয়েডিং উৎসবে যোগ দিয়েছিল, বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস, মেটা সিইও মার্ক জুকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যান, ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা। এদিকে আম্বানি পুত্রের বিয়ের অনুষ্ঠানে এক মঞ্চে ফুটে উঠল তিন খানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অনুষ্ঠানে এক সঙ্গে নেচেছেন বলিউডের সুপারহিরো শাহরুখ খান, আমির খান ও সালমান খান। যা এককথায় বিরল দৃশ্য।

১২শর বেশি অতিথির আপ্যায়নে পরিবেশন হয় আড়াই হাজার পদের খাবার। নজর রাখা হয় এক খাবারের পুনরাবৃত্তি যেন দ্বিতীয় বার না হয়। বিশ্বের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের মুল বিয়েটা হবে ১২ জুলাই। এর আগেই বিয়ে উপলক্ষে ভারতের গুজরাটে জামনগরে তিন দিনের এই রাজকীয় আয়োজন করে আম্বানি পরিবার। অবশ্য, এর আগেও এমন রেকর্ড আম্বানি পরিবারেরই ছিল। ২০১৮ সালে মেয়ে ঈশা আম্বানির বিয়েতে মুকেশ খরচ করেন ৭০০ কোটি টাকা। বিয়েতে ৯০ কোটি টাকা মুল্যের লেহেঙ্গা পরে বিশ্বরেকর্ড গড়েছিলেন আম্বানি তনয়া।

পূর্ববর্তী নিবন্ধদশ কারণে শিশু বুকের দুধ পান করতে চায় না
পরবর্তী নিবন্ধদিল্লি বিমানবন্দরে ভুয়া ই-মেইল পাঠিয়ে গ্রেপ্তার বাংলাদেশি তরুণ