পলিথিন মজুদ-বিক্রি, বোয়ালখালীর দুই দোকানিকে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৮:০৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে পলিথিন মজুদ ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৩০০ কেজি পলিথিন জব্দ করা হয়। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার শাকপুরা বাজারে এ জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।

আদালত পরিচালনার সময় সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল। তিনি প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, পলিথিন মজুদ ও বিক্রির দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী দুই দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১৩০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ফসলি জমিতে তামাকের আগ্রাসন
পরবর্তী নিবন্ধইভ্যালির রাসেল শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা