মিয়ানমারে পাচারকালে খাদ্যদ্রব্য ও জ্বালানি জব্দ, আটক ৬ চোরাকারবারি

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৮:৩৫ পূর্বাহ্ণ

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও জ্বালানি জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল কক্সবাজারের টেকনাফে পরিচালিত এ অভিযানে ৬ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, শাহপরীর দ্বীপ থেকে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও জ্বালানি তেল অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচার হবেএমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাফ নদীর মোহনায় ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটকে ধাওয়া করে নাফ নদীর মোহনা থেকে জব্দ করে তল্লাশি চালিয়ে ২১ বস্তা রসুন, ১৭ বস্তা চিনি, ৩ বস্তা বিস্কুট ও আনুমানিক ৩৭ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযানে ৫ জন চোরাকারবারিকে আটক করা হয়। তারা হলেন, মো. তৈয়ব (৪৩), মো. সলিম (২৬), মো. জসিম উদ্দিন (১৮), মো. মজিবুল্লাহ (১৮) ও রিদওয়ান (২২)। তারা সকলেই টেকনাফ থানাধীন মিঠাপানিরছড়া ১ নং ওয়ার্ডের বাসিন্দা। এছাড়া একইদিন পৃথক একটি অভিযানে বিসিজি স্টেশন টেকনাফ নাফ নদী সংলগ্ন বড়ইতলী এলাকায় ২টি ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ৪ বস্তা ডাল, ৪ বস্তা চিনি, ৭ বস্তা ময়দা, ১২০ লিটার অকটেন ও বিভিন্ন খাদ্যদ্রব্যসহ ১ জন চোরাকারবারিকে আটক করা হয়। আটক শফিউল্লাহ (৪৮) টেকনাফ থানাধীন বড়ইতলী এলাকার বাসিন্দা। জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ কাস্টমস কর্তৃপক্ষের নিকট এবং আটক চোরাকারবারিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন এসএম তাহসিন রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পূর্ববর্তী নিবন্ধসমতলে ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষাগ্রহণের সুযোগের দাবি
পরবর্তী নিবন্ধফুটপাত অবৈধ হকার মুক্ত করায় ছাত্রলীগের স্বগত মিছিল