পরপর মিশিগান, মিসৌরি এবং আইডাহো অঙ্গরাজ্যে রিপাবলিকান ককাসে শনিবার সহজ জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যার মধ্য দিয়ে এ বছর নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার অপেক্ষায় থাকা যুক্তরাষ্ট্রের প্রেসেডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড়ে আরো এগিয়ে গেলেন তিনি। রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি। খবর বিডিনিউজের।
শনিবার সকালে হওয়া ককাসে ট্রাম্প মিশিগানের ১৩টি ডিস্ট্রিক্টের সবগুলোতে হ্যালিকে হারিয়েছেন। রিপাবলিকান পার্টি থেকে এক বিবৃতিতে বলা হয়, সেখানে প্রায় ৯৮ শতাংশ সমর্থন ট্রাম্পের পক্ষে গেছে। তিনি ১,৫৭৫ ভোট পেয়েছে, যেখানে হ্যালি পেয়েছেন মাত্র ৩৬ ভোট। ট্রাম্পের জয়কে অপ্রতিরোধ্য এবং প্রভাবশালী বিজয় বলে বর্ণনা করেছেন মিশিগান রিপাবলিকান পার্টির প্রধান। হ্যালির হাতে সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। নিজের পিছিয়ে পড়া অবস্থা ঠিক করার বড় সুযোগ তিনি পাবেন আগামী ৫ মার্চ। ওই দিন সুপার টুয়েসডে’তে ১৫টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হবে। আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, দ্য ইউএস ভার্জিন আইল্যান্ডস, সাউথ ক্যারোলাইনায় আগেই জিতেছেন ট্রাম্প।