সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেলো রাইজিং স্টার ক্লাব। গতকাল রোববার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৩ উইকেটে শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে। নিজেদের আগের খেলায় রাইজিং স্টার একই ব্যবধানে ইস্পাহানী স্পোর্টিং ক্লাবকে হারিয়েছিল। অন্যদিকে ঐতিহ্যবাহী শহীদ শাহজাহান সংঘ নিজেদের প্রথম দুই খেলাতেই টানা পরাজয় বরণ করলো। গতকাল টসে জিতে রাইজিং স্টার প্রথমে ব্যাট করতে পাঠায় শহীদ শাহজাহান সংঘকে। তারা নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে। ওপেনিং জুটি দলীয় ৫০ রানে বিচ্ছিন্ন হলেও দ্রুত দ্বিতীয় উইকেটও হারায় তারা ৫৯ রানে। এরপর মিডল অর্ডার দৃঢ়তার পরিচয় দিলে রান সংখ্যা দুশো পার হয়। ওপেনার আতিক বিন দেলাওয়ার ৪০ এবং মইনুল হোসেন মইন ২৪ রান করেন। অধিনায়ক আবদুল কাদের রাসেল ৫৯ বলে ৪৪ রান করে আউট হয়ে যান। এছাড়া হাবিবুল হাসান জাহেদ ২৩, ইসমাইল হোসেন অনিক ১৪ রান করেন। মোসফিকুর ইসলাম ২১ বলে এবং সাদমান বিল খালেদ ১৩ বলে ২৪ রান করে যোগ করেন। অতিরিক্ত রান হয় ১০। রাইজিং স্টারের পক্ষে ৩টি উইকেট দখল করেন মাহফুজুল ইসলাম ৪৩ রানে। ১টি করে উইকেট নেন ইসমাইল মোহাম্মদ জাহেদ,মইনুল ইসলাম, শাহরিয়ার শান্ত এবং অধিনায়ক রেজাউল করিম রাজিব। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে ২১০ রান তুলে নেয় রাইজিং স্টার ক্লাব। তবে শুরুতে খুব দ্রুতই উইকেট হারায় তারা। দলীয় ৪৯ রানেই ৪ উইকেট চলে যায় তাদের। এরপর হৃদয় ইসলাম ২৬ এবং মইনুল ইসলাম ৩১ রান করে পরিস্থিতি কিছুটা সামাল দেন। পরে অধিনায়ক রেজাউল করিম রাজিবের অপরাজিত ৬২ রান এবং মাহফুজুল ইসলামের অপরাজিত ৪৭ রানের সৌজন্যে জয় নিয়ে মাঠ ছাড়ে রাইজিং স্টার ক্লাব। রাজিব ৬৬ বলে ৫টি চার এবং ১টি ছক্কায় অর্ধশত পেলেও মাহফুজুল ৫৩ বলে ৫টি চারে তা থেকে বঞ্চিত থাকেন। অতিরিক্ত রান হয় ৮। শহীদ শাহজাহান সংঘের পক্ষে ২টি উইকেট পান ইসমাইল হোসেন অনিক। ১টি করে উইকেট তুলে নেন মোসফিকুর,মমতাজুল হুদা আইয়াজ, মো. নওশাদ ইকবাল এবং রায়ান রাফসান। আজকের খেলায় অংশ নেবে পাইরেট্্স অব চিটাগাং এবং আগ্রাবাদ নওজোয়ান। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলাটি সকাল টায় শুরু হবে।