চবি ১নং গেইটে অবশেষে হচ্ছে ফুটওভার ব্রিজ

চবি প্রতিনিধি | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৭:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা যাওয়ার জন্য শাটল ছাড়াও প্রতিদিন হাজারও শিক্ষার্থীকে নানা যানবাহন ব্যবহার করে ১ নম্বর গেইট দিয়ে আসতে হয় ক্যাম্পাসে। এ স্থানে ফুটওভার ব্রিজ না থাকায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটেছে। এরজন্য দীর্ঘদিন শিক্ষার্থীদের আন্দোলন, দাবির পর অবশেষে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটে হতে যাচ্ছে ফুটওভার ব্রিজ। স্থানীয় ও চবি শিক্ষার্থীরা জানান, চট্টগ্রামরাঙামাটিখাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট চবি ১নং গেইট। এই মহাসড়কে গাড়ির চাপ কেমন সেটা এই রোডের নিয়মিত যাত্রী মাত্রই জানে। এই মহাসড়কে প্রতিদিন ৩২টি রুটের যানবাহন চলাচল করে। একটা ফুটওভার ব্রিজের অভাবে শিক্ষার্থীর জীবনটা হাতের মুঠো নিয়েই ১নং গেইটের চার লেনের মহাসড়কটি পার হতে হয় প্রতিদিন। অবশেষে হতে চলছে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে ফুটওভার ব্রিজ। এ ব্যাপারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. ফুয়াদ মন্ডল বলেন, যদি ১নং গেইটে ফুটওভার ব্রিজ হয় তাহলে আমরা যে মহাড়কে নিজের জীবনকে হাতে নিয়ে রাস্তা পার হতাম তা থেকে অন্তত কিছুটা হলেও মুক্তি পাব। আমাদের এই মহাসড়ক পার হওয়া নিয়ে সব সময় দুর্ভোগ পোহাতে হত। ফুটওভার ব্রিজের মাধ্যমে আমরা এই দুর্ভোগ থেকে রেহাই পাব।

পূর্ববর্তী নিবন্ধঅনেক নাটকের পর শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআজকের ছবিটি ঐতিহাসিক হবে, সংগ্রহে রাখুন