চুয়েটে সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন

রাউজান প্রতিনিধি | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রকৌশল গুচ্ছের ২০২৩২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল১ এর চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল দশটা থেকে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে স্বস্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চুয়েটের ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই কেন্দ্রে ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপে উপস্থিতির হার ছিল ৮০.৮৮ শতাংশ এবং ‘খ’ গ্রুপে উপস্থিতির হার ছিল ৭৭.২৩ শতাংশ। ‘ক’ গ্রুপে মোট ৬ হাজার ৯১২ জন ভর্তি পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৫৯০ জন উপস্থিত ছিলেন এবং ১ হাজার ৩২২ জন অনুপস্থিত ছিলেন। অন্যদিকে ‘খ’ গ্রুপে মোট ৭১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৩ জন উপস্থিত ছিলেন এবং ১৬৩ জন অনুপস্থিত ছিলেন। এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারটা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী এবং ‘খ’ গ্রুপের (মুক্তহস্ত অঙ্কন) পরীক্ষা দ্বিতীয় পর্বে দুপুর ১২টা ৪৫ থেকে একটা ৪৫ পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। এরমধ্যে ‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগসমূহ এবং ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ রয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৮ মার্চ রাতে নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে কর্তৃপক্ষ আশা করছে।

পরীক্ষা চলাকালীন সময়ে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েট কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন প্রো ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, ২০২৩২০২৪ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনিয়ম ভাঙায় ভবনটিকে আগেও জরিমানা করা হয়েছিল
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ