নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খুলশী ক্লাব লিমিটেডের তিনদিন ব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। ইনানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত মিলনমেলায় ক্লাবের সদস্যরা পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন।
গতকাল সমাপনী দিনে সকালে সমুদ্র সৈকতে ব্যায়ামসহ নানা আনুষ্ঠানিকতার পর খুলশী ক্লাব লিমিটেডের মিলনমেলার সমাপ্তি ঘটে। মিলনমেলা উপলক্ষে ক্লাবের সদস্যরা পরিবার পরিজন নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাস্কেট বল, রশি টানাটানি, হাঁড়িভাঙ্গা, শরীর চর্চাসহ নানা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের দৈর্ঘ্যতম সমুদ্রসৈকতে ক্রীড়া প্রতিযোগিতাসহ শরীরচর্চা দেশের নানা স্থান থেকে আসা পর্যটকদের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠে। শত শত মানুষ খুলশী ক্লাব লিমিটেডের সদস্যদের ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা আয়োজন উপভোগ করেন।
শুক্রবার রাতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য গালা ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হৈমন্তি রক্ষিত মানসহ বেশ কয়েকজন শিল্পী। ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরাও গান কবিতা কৌতুকে অনুষ্ঠান উপভোগ্য করে তোলেন। ক্লাবের প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে এবং ক্লাবের জেনারেল সেক্রেটারি ডা. এম এ করিমের সঞ্চালনায় ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি আহমেদুল হক, ডিরেক্টর (ফিন্যান্স) শওকত আলী তালুকদার, ডিরেক্টর (স্পোর্টস) আনিসুল আলম, ডিরেক্টর (মিডিয়া অ্যান্ড প্রেস) সাংবাদিক হাসান আকবর, পিকনিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন, সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সামসু উদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ শাহজালাল, মোহাম্মদ নুরুল আবছার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী চৌধুরী, মোহাম্মদ শহীদ উল্ল্যাহ, সাইফুল হুদা জাহাঙ্গীর, লায়ন মোহাম্মদ ইমরান, ইঞ্জিনিয়ার আবদুল কাদির, ইঞ্জিনিয়ার গোলাম সারোয়ার, আলহাজ্ব রফিকুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার সাইফুদ্দীন খালেদ, ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, অধ্যাপক নুরুন্নবী ইমরান, মোহাম্মদ খলিলুল্লাহ চৌধুরী সাকিব, পারভীন আকতার, অধ্যাপিকা মেশকাত মোকাররমা খাতুন পাপড়ী, অধ্যাপিকা নুর বানু চৌধুরী, লায়ন নিশাত ইমরান, মিসেস হেফাজুতুন নেছা, নাসরিন সরওয়ার মেঘলা প্রমুখ বক্তব্য রাখেন।