অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর পবিত্র কোরআনের দরস পেশ করতে গিয়ে বলেছেন, ইসলামের প্রারম্ভিক যুগে পুরুষের পাশাপাশি নারীরাও নবী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অসংখ্য মহীয়সী নারী ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় স্বীয় অর্থ–বিত্ত এমনকি মহামূল্যবান প্রাণ বিসর্জন দিয়ে স্মরণীয়–বরণীয় হয়ে আছেন। ইসলামী আন্দোলনের প্রতিটি মাইলফলকে নারী জাতীর সরব ও সক্রিয় ভূমিকা অদ্যাবধি ইতিহাসে দেদীপ্যমান।
আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশের (একেএমবি) উদ্যোগে গতকাল চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ২ দিন ব্যাপী ২১ তম পবিত্র দরসুল কোরআন মাহফিলের ১ম দিবসের মহিলা মাহফিলে দরস পেশ করতে গিয়ে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর উপরোক্ত মন্তব্য করেন। সংগঠনের চেয়ারম্যান আল্লামা কাজী জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা মাহফিলে প্রধান মুফাচ্ছির ছিলেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। নির্দিষ্ট বিষয়ের ওপর দরস পেশ করেন– অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা সেলিম উদ্দীন আনোয়ারী, মাওলানা মহিউদ্দীন তাহেরী, মাওলানা তাওহিদুল আলম রিয়াদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– মাওলানা সালেহ আহমদ আনসারী, অধ্যক্ষ এম ইব্রাহীম, স ম হামেদ হোসাইন, এইচ, এম মুজিবুল হক শাকুর, মাস্টার আনোয়ারুল আজিম, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, স ম শহিদুল হক ফারুকী, এস এম আবদুল করিম তারেক, মাওলানা রফিকুল ইসলাম তাহেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।