কক্সবাজারের টেকনাফে ১ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) ২৪০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলাপাড়া ঝাউবন এলাকা দিয়ে মাদক পাচার হবে। এই তথ্যের ভিত্তিতে ঝাউবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবনের পূর্ব পার্শ্বে নদীতে ১টি স্পিড বোট হতে ২ জন ব্যক্তি ৩টি বস্তা নিয়ে নদীর পাড়ে নামে। পরবর্তীতে বস্তাগুলো নিয়ে তাদের ঝাউবনের দিকে যেতে দেখা যায়। এ সময় কোস্টগার্ড সদস্যরা টর্চ ও বাঁশির মাধ্যমে ওই ব্যক্তিদের থামার সংকেত দিলে বস্তা ৩টি ফেলে রাতের অন্ধকারে স্পিড বোট যোগে দ্রুত পালিয়ে যায় তারা। পরে কোস্টগার্ড সদস্যরা বস্তা ৩টি তল্লাশি চালিয়ে ক্রিস্টাল মেথ (আইস) ১ কেজি ও ২৪০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত বিয়ার ও ক্রিস্টাল মেথ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।












