সিকদার হোটেলসহ চার প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে নগরীর জামালখান এলাকার গ্র্যান্ড সিকদার হোটেলসহ চার প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গতকাল চলা অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান।

অভিযানে চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকার থাই ফুডকে নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চান্দগাঁও পাঠানিয় গোদা এলাকার আল হাসান বেকারিকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির জন্য ২ লাখ টাকা, অঙিজেন এলাকার প্যাগাজিও ফুডকে খাবারে লেবেল না দেয়ার দায়ে ১ লাখ টাকা এবং জামালখান এলাকা গ্র্যান্ড সিকদার হোটেলকে স্টোর রুমের তেলাপোকার ছড়াছড়ি ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডায়াগনস্টিক সেন্টারের ল্যাবের ফ্রিজে গরু ও মুরগির মাংস
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ