দারুন্নাজাত মাদরাসায় ক্রীড়া প্রতিযোগিতা

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

পাহাড়তলী সরাইপাড়াস্থ দারুন্নাজাত হিফয মাদরাসা, মডেল মাদরাসা ও গার্লস মাদরাসার যৌথ উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নুরুল আমিন। এতে শিক্ষার্থীরা বিস্কুট দৌড়, মোরগ লড়াই, হাঁড়ি ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন ইভেন্টে অংশ করে। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক আব্দুর রহিম হিমু, তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা নোয়াখালী শাখার অধ্যক্ষ মাওলানা মাকসুদুর রহমান ও সাইফুল হাবিব। প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটর মাওঃ আরিফ বিল্লাহ, হাফেজ গোলাম আযম ও সিনিয়র শিক্ষক শফিক রাব্বি অনুষ্ঠান সঞ্চালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই রাইখালীতে শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধআল-হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস