কক্সবাজারে রোহিঙ্গার লাশ উদ্ধার

শহিদুল ইসলাম, উখিয়া | শনিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার ফলিয়াপাড়ার গহীন অরন্যে থেকে ক্ষতবিক্ষত এক রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৪ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে এ লাশ উদ্ধার করেন।

স্হানীয়রা বলেছেন, কে বা কারা এ লাশ ফেলে গেছেন বলা মুশকিল। কিছু পথচারী লাশ দেখতে পায়।

উখিয়া থানার একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা ও দুইজনের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা