সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস কমপ্লেক্স এ সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা গত ১৮ ফেব্রুয়ারি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক প্রফেসর আশুতোষ নাথ। দৌড়–ঝাঁপসহ ৩৩টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক ছাত্র–ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দ্রুততম মানব হয়েছেন আইন বিভাগের সাইদুল এবং দ্রুততম মানবী সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেরি। অ্যাথলেট অব দ্য ইয়ার আইন বিভাগের সাঈদ। এবার সর্বাধিক ৩৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফার্মাসি বিভাগ এবং ৩৫ পয়েন্ট পেয়ে রানার আপ সিভিল ইঞ্জিনিয়ারিং। গত ২০ ফেব্রুয়ারি সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস–চ্যান্সেলর প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক। ইউনিভার্সিটির স্পোর্টস কমিটির সদস্য সচিব সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পোর্টস কমিটির আহবায়ক ড. শরীফ আশরাফুজ্জামান, ডিন প্রফেসর শরীফুজ্জামান, স্পোর্টস কমিটির সহ–আহবায়ক আলী ইকরামুল হক রমি, বিভাগীয় প্রধান সাকিনা সুলতানা পমি, ইঞ্জিনিয়ার আবুল হাসান, আইরিন সুলতানা, জমির আহমেদ প্রমুখ।