চট্টগ্রামের রাউজানে হত্যাকাণ্ডের শিকার সিবলি সাদিক হৃদয়কে জবাই করে হত্যা মামলার এক আসামির জামিন না-মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) হৃদয় হত্যা মােমলার উকাথোয়াই মারমা নামে এক আসামি জামিন আবেদন করলে তার জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেলা জজ আদালত ড. আজিজ আহমেদ ভূঁঞা।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। সহযোগিতা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজাহারুল হক।
জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, রাউজানের আলোচিত ও বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার সিবলি সাদিক হৃদয়কে জবাই করে হত্যা মামলার আসামি উকাথোয়াই মারমার জামিন আবেদন করলে বিজ্ঞ জেলা জজ আদালত ড. আজিজ আহমেদ ভূঁঞা রাষ্ট্রপক্ষের জোড়ালো বিরোধিতায় তাদের জামিন না-মঞ্জুর করে।