বাঁশখালীতে সিএনজি অটোরিক্সার ধাক্কায় মুহাম্মদ ছালেহ আহমদ (৯০) নামের একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মনছুরিয়া বাজারের উত্তরে দেলোয়ার কমিশনার ঘাটায় বাঁশখালী প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার নাতি নুরুল ইসলাম।
নিহত মো. ছালেহ আহমদ বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি ৯ নম্বর ওয়ার্ডের সাতঘর পাড়া এলাকার মৃত মতিউর রহমানের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ছালেহ আহমদ স্থানীয় বায়তুল আমান জামে মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে প্রধানসড়ক পার হতেই সড়কের উত্তর দিক থেকে আসা সিএনজির ধাক্কায় মাথায় ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের নাতি নুরুল ইসলাম বলেন, আমার দাদা চমেকে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৭টার দিকে ইন্তেকাল করেছেন।