পালিয়ে যাওয়ার সময় উখিয়ায় ৪৬ রোহিঙ্গা আটক

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৩:০০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।পরে যাচাই-বাছাই করে উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের সিআইসি নিকট তাদের হস্তান্তর করা হয়।

উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রতিদিন পালিয়ে যাচ্ছে অসংখ্য রোহিঙ্গা। রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া কেটে বিকল্প পথ তৈরি করে বের হয়ে যাচ্ছে তারা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উখিয়া কলেজ সংলগ্ন চেকপোস্টে যাত্রীবাহি গাড়ী তল্লাশি চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

উখিয়ার ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত রোহিঙ্গাদের দুপুরে ক্যাম্প প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে অসামা‌জিক কার্যকলাপের দায়ে ২৭ নারী-পুরুষ আটক
পরবর্তী নিবন্ধনামাজ পড়ে বাড়ি ফেরার পথে সিএনজির ধাক্কায় বাঁশখালীতে বৃদ্ধের মৃত্যু