জাতীয় পথ নাট্যোৎসব উদ্বোধন

জেলা শিল্পকলায় গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজন

| বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১৩ পূর্বাহ্ণ

রাজনীতির মাপকাঠি, শিল্প সাহিত্য সংস্কৃতি’ এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় দুদিন ব্যাপী জাতীয় পথ নাট্যোৎসব ২০২৪ এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠান গতকাল বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। জাতীয় পথ নাট্যোৎসবের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি একুশে পদক প্রাপ্ত ওস্তাদ আজিজুল ইসলাম। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মন্ডলীর সদস্য মোসলেম উদ্দিন সিকদারের সভাপতিত্বে এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু’র সঞ্চলনায় উদ্বোধন অনুষ্ঠানের কথামালা পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পদক প্রাপ্ত নাট্যকার রবিউল আলম।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপক সঞ্জীত বড়ুয়া, অধ্যাপক ম সাইফুল আলম চৌধুরী। উদ্বোধন ও কথামালা পর্বশেষে নৃত্যশিল্পী ও প্রশিক্ষক প্রমা অবন্তী’র পরিচালনায় উদ্বোধনী নৃত্য পরিবেশন করে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে একদিনে হারিয়েছে ৮ শিশু, সবাইকে উদ্ধার
পরবর্তী নিবন্ধএস আলম গ্রুপের অর্থপাচার নিয়ে তদন্ত চলছে : বিএফআইইউ প্রধান