উখিয়ার কোটবাজারে পণ্য-পাটজাত মোড়ক আইন ২০১০ এর ৪ নং ধারায় তিনটি প্রতিষ্ঠানকে পৃথক মামলায় জরিমানার আওতায় আনা হয়। এ সময় বৈধ কোন কাগজ পত্র না থাকায় একটি ল্যাবে সিলগালা করা হয়।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কোটবাজার ভালুকিয়া সড়কের তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উখিয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সালেহ আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, মোড়ক আইন ভঙের অপরাধে ভালুকিয়া সড়কের বায়েজিদ অটো রাইসমিল থেকে ৫ হাজার টাকা, এম হোসেন অটো রাইসমিল থেকে ৫ হাজার টাকা ও বেলাল সওদাগর নামের একটি মুদির দোকান থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একইদিন কোটবাজার ‘সেঞ্চুরী ল্যাব’ নামের একটি প্যাথলজি সেন্টারে কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত থাকার দায়ে উক্ত প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।