বান্দরবানের থানচি উপজেলায় সীমান্ত সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পাহাড়ের সন্ত্রাসীরা। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জানায়, জেলার থানচি উপজেলার বাকলাই সীমান্ত সড়কের ১১ কিলোমিটার নামক এলাকায় সড়কের নির্মাণ কাজে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ ঘটনার সাথে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) জড়িত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিশ্চিত করে থানচি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, সড়কে ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন জানান, ট্রাকে আগুন লাগানোর খবর পেয়েছি। তবে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তারপরও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।