ফটিকছড়িতে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫০ পূর্বাহ্ণ

মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রবারণা পূর্ণিমা২০২৩ এর ফটিকছড়ি উপজেলায় ৪০টি সংগঠনকে প্রায় ১২লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা জহুরুল হক হল রুমে প্রতিনিধিদের হাতে এ চেক বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে খাদিজাতুল আনোয়ার সনি এমপি বলেন, আমার রাজনীতি কাউকের ঠেকানোর জন্য, কাকে কিভাবে উপকৃত করতে পারি এটাই আমার মূল উদ্দেশ্য। সামনের দিকে এগোতে আপনাদের সহযোগিতা চাই।

ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সভাপতি গৌতম সেবক বড়ুয়ার সভাপতিত্বে এবং উপজেলা বৌদ্ধ সমাজের সাধারণ সম্পাদক ধনঞ্জয় বড়ুয়া রুবেলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। চেক বিতরণ অনু্‌ষ্ঠানে উদ্বোধক ছিলেনবৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহনেওয়াজ, ট্রাস্টি রঞ্জন বড়ুয়া, উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বশর, অ্যাড. উত্তম কুমার মহাজন, রঞ্জিত বড়ুয়া, তপন বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, আব্দুল মান্নান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও আবাসিকে ২ দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচবি মাইক্রোবায়োলজি বিভাগের রজতজয়ন্তী উৎসব