সকলে মিলে আধুনিক বাঁশখালী গড়তে চাই

উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এমপি মুজিব

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:০০ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাঁশখালীর চলমান কাজসমূহের অগ্রগতি পর্যালোচনা সভা গতকাল শনিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মুজিবুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. হাসান আলী। অতিথি ছিলেন ও আলোচনা সভায় অংশ নেন ঠিকাদার সমিতির সভাপতি শ্যামল কান্তি দাশ, ছনুয়ার চেয়ারম্যান এম. হারুনুর রশিদ, শীলকুপের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, পুকুরিয়ার চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন, আতিকুল ইসলাম আতিক, গণ্ডামারার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ওসমান গণি, ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম আল হোছাইনী প্রমুখ।

প্রধান অতিথি মুজিবুর রহমান এমপি বলেন, এলাকার উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে যে সব সহযোগিতা প্রয়োজন এসব আমি করব। যে লাইসেন্সে কাজ পাবেন সে লাইসেন্সে কাজ করতে হবে, যার কাজ তাকে করতে হবে। আগে কি করছেন সেটা বড় কথা নয়, এখন থেকে যথাযথ নিয়ম মেনে কাজ করার আহ্বান জানান। এলাকার উন্নয়ন কাজে কারো সাথে হিংসা বিদ্বেষ নয়, সবাই মিলে মিশে আধুনিক বাঁশখালী গড়তে চাই।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির চেয়ে বড় উগ্রবাদী কারা, প্রশ্ন কাদেরের
পরবর্তী নিবন্ধএপ্রিলের মধ্যে ঘূর্ণিঝড়, তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি