অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে চট্টগ্রামের জয়

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব১৪ জাতীয় ক্রিকেটে জয় পেয়েছে চট্টগ্রাম। গতকাল খুলনায় অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব১৪ দল ৬০ রানে হারিয়েছে ঢাকা মেট্রো অনূর্ধ্ব১৪ ক্রিকেট দলকে। ব্যাট হাতে চট্টগ্রামের ওপেনার ইশতিয়াকের দুর্দান্ত ব্যাটিং এবং বল হাতে আজমাইন ইক্তেদারের মারাত্মক বোলিং দলকে সহজ জয় এনে দেয়। টসে হেরে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দল দ্বিতীয় ওভারেই উইকেট হারায়। তবে আরেক ওপেনার ইশতিয়াক একপ্রান্ত আগলে রেখে দলকে টানতে থাকে। ১৮ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ইশতিয়াক এবং অমিত কুমার মিলে যোগ করে ১৪১ রান যোগ করে। ১২৫ বলে ৯টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৮৭ রান করে ফিরে ইশতিয়াক। পরের ওভারে ৪৭ রান করে রান আউট হয় অমিত কুমার। এরপর বাকি ব্যাটসম্যানরা আর দাঁড়াতে পারেনি। ফলে ১৭ রানের পরের ছয় উইকেট হারায় চট্টগ্রাম। পাঁচ নাম্বারে নামা আয়ান ইব্রাহিমের ২০ রান ছাড়া বাকি ছয় ব্যাটসম্যানের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। আর তাতেই ২০০ রানে থামে চট্টগ্রাম জেলা দলের ইনিংস। ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ঢাকা মেট্রো। ওপেনার শাবিবকে বোল্ড করে অমিত। দ্বির্তীয় উইকেটে আলিফ এবং হামিদ ৩১ রান যোগ করে। ১২ রান করা হামিদ রান আউট হলে ভাঙ্গে এজুটি। এরপর আলিফ এবং ইমরান ভুইয়া লড়াই করলেও তাদের সফল হতে দেয়নি আজমাইন। একের পর এক উইকেট তুলে নিয়ে ১৪০ রানে অল আউট করে দেয় ঢাকা মেট্রোকে। দলের পক্ষে ৪১ রান করে ইমরান ভুইয়া। ৩৩ রান করেন আলিফ। এছাড়া ২০ রান আসে আবু সায়েমের ব্যাট থেকে। চট্টগ্রাম জেলা দলের পক্ষে আজমাইন ইক্তেদার ৯ ওভার বল করে ২৬ রান খরচায় নেয় ৫ উইকেট। ২টি উইকেট নিয়েছে মনন চাকমা।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলে টানা দশম পরাজয় দুর্দান্ত ঢাকার
পরবর্তী নিবন্ধগোলাবারুদ নেই, জার্মানি সফরে জেলেনস্কি