কাপ্তাই উপজেলার রাইখালীতে অবস্থিত নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম মনছুরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এবং রূপসী কাপ্তাই পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪টি হাউজে বিভক্ত হয়ে বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। শিক্ষা ও প্রতিযোগিতার অংশ হিসেবে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন প্রকারের পিঠা নিজ হাতে তৈরি করে আনে। প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন হাউজ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি গ্রামীণ পিঠা, পায়েস এবং অন্যান্য খাদ্য সামগ্রীর সমাহার দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।












