শহীদ শাহজাহান সংঘ ক্রিকেট দলের প্রশিক্ষণ উদ্বোধন

| শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লিগে অংশগ্রহণের লক্ষে শহীদ শাহজাহান সংঘ দলের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠান গতকাল ১৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কমিটির কোচেয়ারম্যান সিজেকেএস নির্বাহী সদস্য এ কে এম আব্দুল হান্নান আকবর, সিজেকেএস কাউন্সিলর ফরিদ আহমেদ, ক্রিকেট কমিটির চেয়ারম্যান আব্দুল হাই জাহাঙ্গীর, প্রধান সমন্বয়কারী মো. সালাউদ্দীন, সমন্বয়কারী কল্লোল দাশ, দলীয় ম্যানেজার কাজী মাইনুল হায়দার সনি, সহকারী ম্যানেজার সিজেকেএস কাউন্সিলর আশফাক আহমেদ অপু, মর্তুজা রায়হান মিঠু, সোহেল আহমেদ, মো. অলিউর রহমান, ইসমাইল আহমেদ সোহেল, সাইফুল্লাহ রাহাদ, দলীয় কোচ ফারুখ আহমেদ টিটু, সহকারী কোচ আর ডি নাথ কাজল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধকাস্টমস এক্সাইজ ও ভ্যাট আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা আজ