সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, সামাজিক অবক্ষয়, কিশোর গ্যাংয়ের উৎপাত, দলবদ্ধভাবে আড্ডা মারা, মাদক, নেশা ও মোবাইলের প্রতি আসক্ত হওয়া, মুরুব্বি ও গুণীজনদের সম্মান না করা, উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, রাস্তাঘাট ও খালে ময়লা ফেলা, ফুটপাত দখল করা, সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করাসহ সহনীয় পর্যায়ে হোল্ডিং টেক্স না দেয়া জাতির জন্য অশনী সংকেত।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দক্ষিণ বাদুরতলা কাপাসগোলা মহল্লা কমিটির নব নির্বাচিত কার্যকরী কমিটি ২৪–২৫ এর অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নব নির্বাচিত সভাপতি শহীদুল আলম খসরুর সভাপতিত্বে এবং নব নির্বাচিত সা. সম্পাদক হারুনুর রশীদ জাসেদ ও সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহল্লার সা. সম্পাদক হারুনুর রশীদ জাসেদ। প্রধান অতিথি আরো বলেন, এলাকাভিত্তিক গুণীজনরা সমাজকর্মী ও তরুণদের উপদেশ ও সাহস প্রদান করলে সামাজিক সমস্যা অনেকাংশে সমাধান হবে। তিনি মহল্লা কমিটির বিভিন্ন গৃহীত কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তাফা টিনু, শিল্পপতি মো. ইউনুছ চৌধুরী, মো. আতিকুর রহমান, অধ্যাপক মো. জসিমউদ্দীন, পরিবহন শ্রমিক নেতা মো. মুছা, আবদুর রহমান, কামাল পাশা, মো. মোস্তাফিজুর রহমান সওদাগর, মো. জসিমউদ্দীন প্রমুখ। মহল্লা ও এলাকাবাসিদের পক্ষে বক্তব্য রাখেন হাজী এনামুল হক সওদাগর, সৈয়দুর রহমান আজিজ, হুমায়ুন কবির, হাসান মুরাদ, আনোয়ার পারভেজ, আবু ইউসুফ, রানা কুমার দে, সরওয়ার কামাল, আবদুস সবুর, আজহারুল ইসলাম রুবেল, রুবেল সিদ্দিকী, ফরিদাতুন্নেছা তাহমিনা, আমির মাহমুদ খসরু রাজু, হাফেজ আজগর আলী, আবু নাসের রনি, মো. সেলিমউদ্দিন, আমির হোসেন রতন, আদনানুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।