চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া চাদপুর কিউএইচআরডিইউ সিনিয়র মাদ্রাসায় আগুনে পুড়ে গেছে আসবাবপত্র। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়।
এ সময় ফ্যান, সিলিং, চেয়ার টেবিলসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলম।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলমকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসহাব উদ্দিন। তিনি এ ব্যাপারে প্রশাসনকে অবহিত করবেন বলে জানান।