সিএমপি চান্দগাঁও থানার অভিযানে ছিনতাইয়ের ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত ০১টি মোবাইল ও নগদ ১২০০ টাকা ও ঘটনায় ব্যবহৃত টিপছোরা উদ্ধার করা হয়।
থানা সূত্র জানায়, মামলার বাদী মোঃ হামিদুল ইসলাম (২৬) অজ্ঞাতনামা ২ জন আসামিদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। সেখানে তিনি উল্লেক করেন ১৫ ফেব্রুয়ারি রাতে এশারের নামাজ শেষ করে এক কিলোমিটারস্থ বাদীর বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন।
তিনি শাহ আমানত সংযোগ সেতুর মুখে পৌঁছলে অজ্ঞাতনামা ২ জন আসামি বাদীকে অতর্কিতভাবে ঘিরে ফেলে তাদের হাতে থাকা ছোরার ভয় দেখিয়ে বাদীর ডান হাতে থাকা ০১টি HUAWEI মডেলের মোবাইল ফোন ও প্যান্টের পিছনের পকেটে ম্যানি ব্যাগে থাকা নগদ ৩,২০০ (তিন হাজার দুইশত) টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় বাদী চান্দগাঁও থানায় লিখিত এজাহার দায়ের করলে চান্দগাঁও থানায় মামলা রুজু করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার এসআই লুৎফুর রহমান সোহেল রানা জানান, ১৬ ফেব্রুয়ারি এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার ঘটনায় জড়িত মোঃ বেলাল প্রঃ রুবেল (২৮) কে গ্রেপ্তার করা হয় এবং আসামির হেফাজত হতে বাদির লুণ্ঠিত ০১টি মোবাইল ফোন, নগদ ১২০০/ টাকা এবং ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত টিপছোরা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।