চবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

চবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ১৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এদিন সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি ও চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে অতিথি ছিলেন চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এবং প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। চবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. সজীব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন চবি ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মোহাম্মদ হোসেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন ক্রীড়াবিদ হৃদয় কুমার দাশ। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মো. দানেশ মিয়া এবং ক্রীড়াবিদদের পক্ষে ক্রীড়াবিদ রিজভী আহমেদকে উপাচার্য শপথবাক্য পাঠ করান। চবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক ও দলের টিম ম্যানেজার মো. নুরুল হামিদের নির্দেশনায় হলের আবাসিক শিক্ষার্থী ক্রীড়াবিদ সাইমুর রহমান সিয়ামের নেতৃত্বে অনুষ্ঠিত হয় মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের ক্রীড়াবিদ লিয়ন সরকার।

পূর্ববর্তী নিবন্ধহাজেরা-তজু ডিগ্রি কলেজে আন্তঃ ক্লাস ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধএকদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএল