চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিেয়শন আয়োজিত ক্রিকেট ম্যাচ রেফারীদের প্রশিক্ষন কর্মশালা গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামস্থ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি’র প্রধান ম্যাচ রেফারী এ এস এম রকিবুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিবি’র ম্যাচ রেফারী সেলিম সাহেদ, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক সয়লাব হোসেন টুটুল, বিসিবি’র আম্পায়ার ডিপার্টমেন্টের আম্পায়ার এডুকেটর এন্ড আম্পায়ার ম্যানেজার অভী আব্দুল্লাহ, সিজেকেএস সহ–সভাপতি মো: হাফিজুর রহমান, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান, সিজেকেএস নির্বাহী সদস্য হারুন অর রশীদ, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোছাইন প্রমুখ। উল্লেখ্য এই ক্রিকেট ম্যাচ রেফারীদের কর্মশালায় প্রায় ২৫ জন নবীণ ও প্রবীণ প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।











