বাদুরতলায় শিকড় ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট ২৩ ফেব্রুয়ারি

| শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:২৯ পূর্বাহ্ণ

বাদুরতলা জঙ্গিশাহ বাড়ি এলাকার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় ক্লাব প্রথমবারের মত রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে। আগামী ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় বাদুরতলা জঙ্গিশাহ বাড়ী সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য মো. মহিউদ্দীন বাচ্চু। বিশেষ অতিথি থাকবেন ৮নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, শিকড় ক্লাবের উপদেষ্টা মকছুদুর রহমান, চকবাজার যুবলীগের সভাপতি মো. একরাম হোসেন ও দৈনিক পূর্বদেশ এর বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল।

পূর্ববর্তী নিবন্ধইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রতিযোগিতায় অংশ নিতে ঢাকা গেল অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজ