দেশের অন্যতম প্রধান আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের ২১ বছর পূর্তি উপলক্ষে আজ (১৬ ফেব্রুয়ারি) থেকে দুদিনের শ্রুতি আবৃত্তি উৎসবের আয়োজন করতে যাচ্ছে। জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তন ও অণিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠাতব্য উৎসবের উদ্বোধনী পর্বে সকাল ১০টায় প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজদী সম্পাদক এম এ মালেক। উদ্বোধক হিসেবে থাকবেন একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ও বরেণ্য অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে থাকছেন ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান ও এনএইচটি হোল্ডিংস’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. তানসির। উচ্চারক সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন উৎসবের আহবায়ক নাট্যজন স্বপন মজুমদার। বিকেলে মুক্তমঞ্চের আলোচনা পর্বে থাকছেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কবি মালেক মুস্তাকিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাছুম আহ্মেদ, উৎসবের যুগ্ম আহবায়ক সজল চৌধুরী ও খন রঞ্জন রায়। শেষে শিল্পকলার মূল মিলনায়তনে দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে উচ্চারকের চারটি পূর্ণাঙ্গ শ্রুতি প্রযোজনা–মন ও মানচিত্রের বিভাজন, চর্যায় অর্চনা, নুরুন্নেহা ও কবরের কথা এবং সীমান্ত। মহান ভাষাশহীদদের উৎসর্গকৃত উৎসবে আমন্ত্রিত আবৃত্তি ও শ্রুতিশিল্পীদের মধ্যে থাকবেন আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, আকাশবাণী কলকাতার অনুষ্ঠান সঞ্চালক অলোক বন্দ্যোপাধ্যায়, আবৃত্তিশিল্পী রত্না বন্দ্যোপাধ্যায়, হুগলী পশ্চিমবঙ্গের আবৃত্তিশিল্পী স্বাতী দাস, আগরতলা, ত্রিপুরার স্মিতা ভট্টাচার্য্য, পিন্টুলাল সাহা, পশ্চিমবঙ্গের অমিত চক্রবর্তী এবং কবি সুদীপ ভট্টাচার্য, স্বনন, তাপস মজুমদার, মাসকুর–এ–সাত্তার কল্লোল, মাসুম আজিজুল বাসার, মজুমদার বিপ্লব, সুকান্ত গুপ্ত, আবৃত্তিশিল্পী জয়ন্ত রায়, মিসবাহ রাবিন, পলি পারভীন, আসাদুজ্জামান রুবেল, সারওয়ার নাঈম, দীপ্তরাজ দত্ত, আল–ইমরান, মেহেদী হাসান আকাশ, চিংলামং চৌধুরী প্রতিভা ত্রিপুরা। দুদিনের এই উৎসবে চট্টগ্রামে অবস্থানরত শিল্পীদের মধ্যে থাকবেন বাচিকশিল্পী ক্রিড়াভাষ্যকার নিখিল রঞ্জন দাশ, আবৃত্তিশিল্পী ও নাট্যজন সনজীব বড়ুয়া, আবৃত্তি ও নাট্যশিল্পী শুভ্রা বিশ্বাস, কবি ও চবি অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, কবি ও আবৃত্তিশিল্পী, মিলি চৌধুরী, মছরুর হোসেন, বনকুসুম বড়ুয়া, জেবুন নাহার শারমিন, উমেসিং মারমা, ইকবাল হোসেন জুয়েল, মাহফুজা হক স্নিগ্ধা, অনির্বাণ চৌধুরী, তাসলিম হাসান, বর্ষা চৌধুরী, ঐশী পাল, আবদুল্লাহ ফারুক রবি। উৎসবে আমন্ত্রিত কবি ও ছাড়াশিল্পীদের মধ্যে থাকবেন কবি সাথী দাশ, আকতার হোসাইন, বিজন মজুমদার, ভাগ্যধন বড়ুয়া, শহিদ মিয়া বাহার, কাসেম আলী রানা, অনুপমা অপরাজিতা, কাজী সালাহউদ্দিন, মনিরুল মনির, বিপুল বড়ুয়া, উৎপল কান্তি বড়ুয়া, আবুল কালাম বেলাল, মোদাচ্ছের আলী, বাবলা চৌধুরী ও সুজিত সাহা। প্রেস বিজ্ঞপ্তি।












