আমুচিয়ায় আন্তঃধর্মীয় সমপ্রীতি সম্মিলন

আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী

| শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

আনজুমানমোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী বোয়ালখালী আমুচিয়া শাখার উদ্যোগে মাইজভাণ্ডারী দর্শনের সেমিনার উসুলে সা’বা ও মাইজভান্ডারী সপ্তকর্ম পদ্ধতির উপর আন্তঃধর্মীয় সমপ্রীতি সম্মিলন সংগঠনের সভাপতি কীর্তনিয়া দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে গত ৫ ফেব্রুয়ারি সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ধর্মচিন্তাবিদ ও তত্ত্ব গবেষক অধ্যাপক ড. স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান আনন্দবোধি থের, সাংবাদিক সমীর কান্তি দাশ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমন্বয়ক স ম জিয়াউর রহমান, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সমীরণ পাল, কৃষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনুপম বড়ূয়া পারু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, অমল বড়ুয়া, বিকিরণ বড়ুয়া রাসেল, ছোটন বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন, মাইজভাণ্ডারী দর্শনের সপ্তকর্ম পদ্ধতি অনুশীলনের মাধ্যমে অছিয়ে গাউসুল আজম হযরত দেলোয়ার হোসাইন মাইজভান্ডারীর রচিত বেয়ায়তে মোতালেকার আলোকে দৈনন্দিন জীবনযাপন চর্চাই মানব মুক্তি সম্ভব। পরিশেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশের রাধামাধব সেবাশ্রমে মহোৎসব শুরু আজ
পরবর্তী নিবন্ধসংঘাতেও থেমে নেই পাচার, টেকনাফে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার