রেডিসন ব্লুতে প্রি রামাদান এক্সিবিশন উদ্বোধন

| শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে প্রি রামাদান এক্সিবিশন। নিত্যনতুন ফ্যাশনকে রাঙিয়ে দিতে এবং আধুনিক লাইফস্টাইল সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন। এক্সিবিশনে অংশ নিয়েছেন ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ৮০ জনেরও বেশি উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, স্বনামধন্য ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট।

প্রধান অতিথি হিসেবে এক্সিবিশন উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কৃষ্ণ পদ রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন আবু সায়েদ সেলিম, সাহেলা আবেদীন, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা এবং সিইও মানজুমা মোর্শেদসহ বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা। এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদ বলেন, উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে এই এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। এই এক্সিবিশনের মাধ্যমে উদ্যোক্তারা যেভাবে বর্তমান ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের আধুনিকতার ছোঁয়ায় ছড়িয়ে দিবে ক্রেতাদের মাঝে, ঠিক তেমনি উদ্যোক্তাদের বিগত বছরগুলোতে স্থবির হওয়া ব্যবসায় গতি আসবে, ফিরবে প্রাণ। এই এক্সিবিশনের অন্যতম দিক হলো অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় সকলে হলেন নারী উদ্যোক্তা। প্রদর্শনীর পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম টাইটেল পার্টনার প্রাইম ব্যাংক, গোল্ড পার্টনার ফিট এলেগেনস, সিলভার পার্টনার মালিহা ইব্রাহিম, পেমেন্ট পার্টনার বিকাশ এবং মিডিয়া পার্টনার দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড। এই প্রদর্শনীর সুবাদে আগামী বছরের গ্রাহক তৈরিতে সাহায্য হবে এই সকল উদ্যোক্তাদের। এই এক্সিবিশন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত। চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে তিন মাস পর কারামুক্ত ফখরুল ও খসরু
পরবর্তী নিবন্ধ‘কিছু করা যাবে?’ পরীক্ষায় সুবিধা পেতে শিক্ষামন্ত্রীকে এসএমএস