হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আমাতুল করিম (৬৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ২ ধলই ইউনিয়নের বালুরটাল নামক স্থানে হাটহাজারী- নাজিরহাট মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমাতুল করিম উপজেলার ৮নং ওয়ার্ডস্থ এনায়েত ভান্ডার বাড়ির মৃত কবির আহম্মদ ড্রাইভারের স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উল্লেখিত স্থানে আমাতুল করিম রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।
উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়।
প্রতিবেশী জানে আলম সড়ক দুর্ঘটনায় নিহত আমাতুল করিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজিরহাট হাইওয়ে থানার অফিসার এসআই আনিস বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে দৈনিক আজাদীকে জানান, এখনো পর্যন্ত এ ধরনের কোনো সংবাদ আমরা পাইনি।