চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের রজতজয়ন্তী উৎসব আগামীকাল ১৬ ফেব্রুয়ারি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। উৎসব উপলক্ষে আগামীকাল সকাল থেকে দিনব্যপী (সকাল নয়টা থেকে রাত ১০টা) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রজতজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শারমিন সুলতানা এবং সদস্য সচিব ড. সাইফুল ইসলাম টিটু এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। প্রেস বিজ্ঞপ্তি।