রেল লাইনে কাটা পড়ে মো. ইকবাল হোসেন (৩৫) প্রকাশ মনা নামের এক যুবকের মৃত্যুর একদিন পর সন্ধান পেয়েছে তার পরিবার। গত মঙ্গলবার বিকেলে জালালাবাদ স্টেশনের পরে রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হয় তার। গতকাল বুধবার পরিবার মৃত্যুর সংবাদটি শুনতে পায়। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা যায়। ট্রেনে কাটা পড়ে মারা গেলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত ইকবাল হোসেন বোয়ালখালী উপজেলার পূর্ব সৈয়দ নগর, ৬নং ওয়ার্ড, হাবিলাস চৌধুরী বাড়ির আবদুচ ছবুরের ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে সে তৃতীয়। তার একটি মেয়ে রয়েছে। তারা পরিবারসহ শহরের বাসায় থাকে। স্থানীয় ইউপি সদস্য মো. এসকান্দর বলেন, আমাকে পৌরসভা ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল হোসেন ফোন করে বলে যে আমার ওয়ার্ডের একজন ছেলে শহরে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আমি সাথে সাথে তাদের পরিবারকে বিষয়টি অবগত করি।