প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, প্রতিটি ধর্মের মূল লক্ষ্য হলো ভালোবাসার জয় ঘোষণা করা, মানবতা প্রতিষ্ঠা করা। তিনি বলেন, রবীন্দ্রনাথের এক কবিতায় দেখা যায়, দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে, পাশে দাঁড়িয়ে আছে এক মাতৃহারা মেয়ে। সে আনন্দ অনুভব করতে পারছে না। তিনি এই কবিতায় বোঝাতে চেয়েছেন, পূজা বা উৎসবসমূহে দুঃখী ও দরিদ্র মানুষেরা যদি আনন্দ না পায়, তাদের মুখে যদি হাসি না ফোটে, সেসব পূজা বা উৎসব বৃথা।
তিনি গতকাল বুধবার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে বাণী অর্চনা পরিষদের উদ্যোগে সরস্বতী পূজার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষার্থীদের জন্য। এই পূজা বহু প্রাচীন।
বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য–সচিব বোরহানুল হাসান চৌধুরী সালেহিন, উপ–উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার এবং প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ ও রেজিস্ট্রার খুরশিদুর রহমান। ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব বোরহানুল হাসান চৌধুরী সালেহিন বলেন, এই সরস্বতী বন্দনার দিনে আমার প্রত্যাশা, যুগে যুগে এই প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীরা অশেষ জ্ঞান অর্জন করে পৃথিবীর কল্যাণে নিয়োজিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর অমল ভূষণ নাগ, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মিহির কুমার রায়, ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, গণিত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ইফতেখার মনির, আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক তানজিনা আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ফারজানা ইয়াসমিন চৌধুরী, ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সাদাত জামান খান, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ ও প্রক্টর আহমদ রাজীব চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।