তামাকুমন্ডি লেইন বণিক সমিতির যৌথ মতবিনিময় সভা সমিতির কার্যালয়ে গত ১৩ ফেব্রুয়ারি সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ কবির দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় জনসাধারণের চলাচলে ফুটপাত দখলমুক্ত করায় চসিক মেয়র, পুলিশ কমিশনার, প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও পরবর্তী করণীয় নির্ধারণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রিয়াজউদ্দীন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সালামত আলী। সভায় সালামত আলীকে আহবায়ক ও আহমদ কবির দুলালকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি মহানগর সাধারণ সম্পাদক মো. ইউসুফ, জেলা শাখার সভাপতি সালেহ আহমদ সুলেমান, চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সভাপতি সাহাবুদ্দীন সওদাগর, চিটাগং চেম্বার অব কমার্সের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক মনছুর আলম চৌধুরী, মোহাম্মদ সাগির, ইলিয়াস চৌধুরী, মো: ফরিদ উদ্দীন, লিয়াকত আলী, আবুল কালাম, ফারুক শিবলী, মো. ইলিয়াস খান আইয়ুব, মো. সেলিম প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।