দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নে তিন পার্বত্য জেলা থেকে রাঙামাটি আসনে জ্বরতী তঞ্চঙ্গ্যাঁর নাম প্রকাশ করা হয়েছে। জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ রাঙামাটি সদর উপজেলার ১ নম্বর জীবতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার স্বামী তরুণ কান্তি তঞ্চঙ্গ্যাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সহ–সভাপতির দায়িত্ব পালন করেছেন। জ্বরতীর শ্বশুর ও তরুন কান্তির পিতা হেডম্যান যতীন তঞ্চঙ্গ্যা জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুখময় চাকমা এসব তথ্য জানিয়েছেন। তিন পার্বত্য জেলা থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোনয়নের জন্য আলোচনায় থাকলেও অনেকটা আলোচনার বাইরে থেকে মনোনয়ন বোর্ডের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে জ্বরতী তঞ্চঙ্গ্যাঁর নাম। এটিকে চমক হিসাবে দেখছেন জেলার আওয়ামী পরিবারের অনেকেই।
জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তিন পার্বত্য জেলা থেকে যারা এমপি আছেন; উনাদেরকেও ধন্যবাদ জানাই। আমি এমপি হলে সকলের জন্য কাজ করব। জনগণের জন্য কাজ করতে পারলে তবেই হবে আমার সার্থকতা।