নারী ও সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করবো

শামীমা হারুণ লুবনা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:০০ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাষাসৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল্লাহ আল হারুনের মেয়ে শামীমা হারুণ লুবনা প্রথমবারের মতো আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়েছেন। গতকাল দল থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শামীমা হারুন লুবনা আজাদীকে বলেন, আমি প্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাইআমার ওপর আস্থা রেখে দল থেকে মনোনয়ন দেয়ার জন্য। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। বুদ্ধির পর থেকে জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। তারই ধারাবাহিকতায় আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দীর্ঘদিন থেকে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে থেকে তৃণমূলের মহিলাদের সংঘটিত করার লক্ষ্যে কাজ করছি।

এখন সংসদ সদস্য হিসেবে আরো বড় পরিসরে কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখেছেনশেষ রক্ত বিন্দু দিয়ে সেই আস্থার জায়গায় থেকে দেশের জন্য, দলের জন্য এবং এলাকার মানুষের জন্য কাজ করে যাবো। নারী ও সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে নিজের সর্বশক্তি দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে শামীমা হারুন লুবনা বলেন, প্রধানমন্ত্রী দেশীয় এবং আন্তর্জাতিক শত ষড়যন্ত্র এবং প্রতিকূলতার মধ্যদিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের জনগণের অর্ধেক নারী। তাদের শিক্ষাস্বাস্থ্যবাসস্থান এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। এই ক্ষেত্রে আমাদেরও ভূমিকা রয়েছে। এখন যেহেতু বড় পরিসরে কাজ করার সুযোগ হয়েছেনারী এবং শিশুদের কল্যাণে নিজের সর্বশক্তি দিয়ে কাজ করবো। বিশেষ করে আমাদের পথ শিশু যারা, যারা এই বয়সে স্কুলে পড়া লেখা করার কথা তারা পথে ঘাটে অযত্নঅবহেলায় বেড়ে উঠছে। তাদের নিয়ে কাজ করার খুবই ইচ্ছে। আমি ছোটকাল থেকে পথ শিশুদের এভাবে দেখে আমার খুব খারাপ লাগতো। সংসদ সদস্যকে একটা পদ হিসেবে না দেখে আমি এটাকে কাজ করার একটা মাধ্যম হিসেবে দেখি। সেই লক্ষ্যেই দেশের কল্যাণে এবং মানুষের কল্যাণে কাজ করবো।

পূর্ববর্তী নিবন্ধনগরের উন্নয়নকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে কাজ করছি : মেয়র
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবো