নগরীতে চোরাই মোবাইলসহ ক্রয়-বিক্রয়ের চক্রের সদস্য গ্রেফতার

আজাদী অনলাইন | বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ১:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ৪টি চোরাই মোবাইল উদ্ধারসহ চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে আবছার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ

বুধবার (১৪ ফেব্রুয়ারি) থানা সূত্রে নিশ্চিত করা হয়, নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আবছার চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন ছদহা সায়েদাবাদ এলাকার মায়ার বউ বাড়ীর মোজাহের আহমদের ছেলে।

থানা সূত্রে জানা যায়, ১১ ফেব্রুয়ারি এসআই/মুহাম্মদ মোশাররফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ স্পেশাল-২১ ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দিন বাজারস্থ রিজোয়ান কমপ্লেক্স এর ২য় তলা শাহ আমানত মোবাইল লেমেনেটিং সেন্টার নামক দোকানের ভিতরে অভিযান পরিচালনা করিয়া চোরাই মোবাইল ফোন ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকায় আসামি মোঃ আবছারকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ৪টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উক্ত বিষয়ে কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১টি নিয়মিত মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে পাঁচ শতাধিক লিটার অকটেন উদ্ধার, ২ পাচারকারী আটক
পরবর্তী নিবন্ধউখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আতাউল্লাহ জুনুনির দেহরক্ষীসহ তিনজন গ্রেফতার