মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা এবার ইরানগামী একটি মালবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কর্মকর্তারা জানান, সোমবার ভোরে লোহিত সাগরে হামলার ঘটনা ঘটেছে। জাহাজটি লক্ষ্য করে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, এতে জলযানটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। খবর বিডিনিউজের।
জাহাজ কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক জলপথ ধরে চলাচলরত জাহাজগুলোতে হামলা শুরু করার পর থেকে সম্ভবত প্রথমবারের মতো মিত্র ইরানের পথে থাকা একটি জলযানে হামলা চালালো হুতিরা। গাজায় ইসরায়েল–হামাস যুদ্ধকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতিরা লোহিত সাগর ও সংলগ্ন জলপথ ধরে যাওয়া বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে। হুতিরা জানিয়েছে, তারা শুধু ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ও ইসরায়েলকে সমর্থন দেওয়া দেশগুলোর জাহাজকে লক্ষ্যস্থল করছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে বলেছে, ইরান সমর্থিত হুতিরা তাদের নিয়ন্ত্রিত ইয়েমেনের এলাকাগুলো থেকে বাব আল–মানদেব প্রণালীর দিকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়ে।