রাউজান প্রতিনিধি : রাউজানের পাহাড়তলী খাদেমুল ইসলাম সুন্নিয়া মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ফেব্রুয়ারী মাদরাসার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি শফি উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী। অনুষ্ঠানের উদ্বোধন করেন আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মোহররম আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্বাস আলী চৌধুরী, মেম্বার আব্দুল করিম চৌধুরী বাবু, মোহাম্মদ সালাউদ্দিন কাদের চৌধুরী।